আমার রান্নাবাটি খেলা ঘর,
ছোট ছোট বাসন আর পুতুলের সাজ
সেই তুমি ,,,,,,,,
কিছুটা পরকীয়া নেশার ঘোর,
চোখে চোখে ইশারায় কথা বলা
কিছু না বোঝার ইঙ্গিতে আর একটু চাওয়া
সেই তুমি ,,,,,,,,,,
এই রঙটা একদমই মানাচ্ছে না,,,,
আজ এত সাজগোজ কার জন্যে???
এই শুনছো, একটু দরকার ছিলো।।।।
পুতুল সাজে ব্যস্ত উদাসীন মন
সেই তুমি ,,,,,,,,
রোদ মাখা চৈত্র থেকে ঝিরঝির বর্ষা
জানালার ভ্যাপাস কাঁচে আঙুলের ছাপ,
ধোঁয়া ওঠা চায়ের কাপে অপেক্ষা।।।
ঝোলা বারান্দায় দেখতে পাওয়া
সেই তুমি,,,,,,,,