আমার সুখের বারান্দায়
তুই আজ, সাজিয়ে নতুন গান
ভরিয়ে দিলি, সবুজ আলোকে
সাত'শ বছর পুরোনো সুরে।
সাত'শ বছর, আমি জেগেছি।
এক পলকে চেয়েছি, বারান্দায়
দেখেছি, বাতাসের আনাগোনা
একটু একটু করে কুড়িয়ে বিশ্বাস ।
সাত'শ বছর, সাত'শ বছরের
দেনাপাওনায় যা যা পেয়েছি,
এই বারান্দা,এই গান ভেজা চুল আর কিছু
আবছা রজনী, ঘাস ফড়িং-এর আগমনী।
তুই এলি সুখের বারান্দায়
সাত'শ বছরের আড়াল থেকে
ছোট ছোট পায়ের ছাপে
এক রবীন্দ্র সন্ধ্যার আঙুল ধরে।