ভালো থাকার কাল্পনিক রঙে
অল্প, ভালোবাসা মিশিয়ে,
কিছুটা রঙ ধার দিস্ আমায়।
লাল নীল কিংবা গেরুয়া,
সবুজ অথবা হলুদ!
দে, কিছুটা স্থায়ীত্বের রঙ।
সারা দেহে মেখে
মিশে যাই তোর মাঝে....
লাল রঙে পাবি তোর রক্তে...
নীলে দূরের আকাশ!
গেরুয়াতে বাউল করিস,
মন খারাপের গান ধরিস।
সবুজে আমায় ক্ষেতে পাঠাস,
চাষীভাইয়ের ফসল করিস।
নব বধূর গায়ে হলুদে
আমায় রাখিস তোর হলুদে....
কিছুটা রঙ আমারো থাক,
তোর জীবনের রঙে মিশে।
অনেক দিনের সাদা পাতা
কালো অন্ধকারের দাগ
দিনের উজ্জলতায়,
যা দেখা সব ঝাপসা চোখ।