খদ্দর পোশাকে জীবন্ত মহড়া, দাবার বোড়ে
রং বদল, রাজনীতি সত্তা - নেশার ঘোরে।
গোয়াল ঘর - সাংসদ - তহবিল - সব বিরাগ,
দু হাত ছড়ানো লম্বাটে ভারতবর্ষ - আমার বৈরাগ।
কখনো নৌকা ডুবিতে বিসর্জন, জলের ছাপ
কখনো চলন্ত ট্রেনে, সেলফি নিতে গিয়ে ঝাঁপ।
জাতীয় পতাকা থেই কিছু করে রং চুরি
নিজেকে আবীরে রাঙিয়ে, বাড়িয়ে মস্ত ভুঁড়ি।
চলছে সাম - দান, দন্ড- ভেদ।আমি ক্ষুধার্ত বলদ
বুকে লাথি মেরে, শ্লীলতাহানি - বিধবার সনদ।
কবি, তুমিও কম নয়, কলম নিয়ে কর রাজনীতি
সুযোগ বুঝে বদলে ফেলো, নিজের ছন্দের গতি।
আয়নাটাও আজ তল্পিবাহক....
তোষামুদে একাকার, খোঁজে নতুন গ্রাহক।
শুকনো ডাল পাখিদের বসতে মানা - শোন জর্জরতায়
কর্তৃপক্ষের দ্বায়বদ্ধতা, শেষ ছোট্ট একটা বিঞ্জাপনতায়।