ভালোবাসতে চেয়ে, বুকে সাহস নিয়ে,
একদিন এসে দাড়ায়, উঁচু পাহাড়ের নিচে।
দু’হাত হাওয়ায় ভাসিয়ে,
স্বজোরে চিৎকার করে বলি -
"আমি তোমায় ভালবাসি "...।
বললেন, আচ্ছা! সত্যিই
বলতে পারেন, ঠিক কতটা...
বললাম, আমি বড়ো বেহিসাবী,
দৈর্ঘ-প্রস্থের হিসেবটা জানা নেই।
একটু মুচকি হেসে, বললেন-
মাফ করবেন, মেঘ বালিকা আমার প্রেমিকা।
রোজ রাতে, মেঘ বালিকা যখন বাড়ি ফেরে,
আমার আগোশে, ক্লান্তির শেষে
অদ্ভুত স্পর্শে, ভুলে যায় জীবনের যন্ত্রণা।
এই পাহাড়ের বুকে মাথা রেখে,
ও ফিরে পায়, বেঁচে থাকার সান্ত্বনা।
পুনরায়, সাহস জুটিয়ে
সমুদ্রের হাটু জলে, স্বজোরে প্রস্তাব ক'রি।
"আমি তোমায় ভালোবাসি "...
বললেন, এমনটি, সবাই বলে।
বললাম, মিশিয়ে দিন এ শরীরের রক্তে,
আপনার এক ঝাঁক লবন জল।
সূর্যের চেয়েও বেশি লাল হয়ে,
ডুবে যেতে চাই, আপনার গভীরে।
একটু মুচকি হেসে, বললেন-
দিনের শেষে, জীবনের ব্যস্ততা কাটিয়ে,
সূর্যটা যখন বাসায় ফেরে,
সমস্ত বাগানের লাল গোলাপে,
ফুটে ওঠে কপালের লাল সিঁদুর,
আপনার ধূসর লাল, থাক নীল জলে।
যতই যাক সে রোজ ভোরে, জীবনের তাগিদে।
তবুও রোজ রাতে এক বিছানায়,
ফিরে পাই, নিজের স্পর্শে, প্রেমাতুর ঘ্রাণে