যারা আমায় চেনেন,
আজ তারা সব অজানা হয়ে যাক।
নতুন নামে জন্মাব আমি
পুরানো স্মৃতি গুলি সব মুছে যাক।
যে নামটা দিয়েছিলে, তুমি
আর যে নামটি ধরে ডাকতে ।
আজ অনেকেই ডাকে, সেটা
বিগতের দিন সব ফু্রাচ্ছে।
ফুরাচ্ছে নিঃশ্বাস
ফুরাচ্ছে, তোমার দেওয়া ভালবাসা।
মনে পড়ে, ঘুমের ঘ্রাণে
বেলার শেষে, খাঁচার পাখির ফিরে আসা।
বেলা শেষ, প্রহর গুনে
নতুন প্রজন্মের, গাইব গান।
নতুন নামে, জন্মাবো আবার
ভুলিয়ে পুরানো স্মৃতির গান।