সেদিন, তোমার দখলে
ঝুড়ি ভর্তি, একটা নক্ষত্রময় আকাশ।
অফুরান ঢেউয়ে তোলপাড় করা,
তিন তিনটে, অতল সমুদ্রের দল।
রাষ্ট্রপুঞ্জে সেদিন, তুমিই নায়ক,
তুমিই রাষ্ট্রপিতা, পিতামহ ভীষ্ম।
সারা বিশ্বজুড়ে, সেদিন
অখন্ড, তোমার ভারতবর্ষ।।
অহিংসার কুরুক্ষেত্রে,
যখন পান্ডব-কৌরব তোমার সামনে,
মত বিভেদে জোচ্চোর হাজার সৈন্যদল,
তোমার বানে দুটুকরো অখন্ড ভারতভুমি!
বানের পর বানে, সৃষ্টি লোহার থামে
জড়িয়ে দিলে, কাঁটা তারের জাল।
জিরো লাইনে তখন, আমার দেশের বর্ডার।
এখন, পৃথক পৃথক ভূমির স্বামী,
হাজার তাদের জমিদার।
ভাগের খাতার জীবনদানে,
ভাগের মা'র, নদীর স্থান।
তোমার বানের দাপট জুরে,
শত হৃদয়ে, অবশিষ্টের ক্ষতস্থান
কারো হৃদয়ে, হিন্দুস্থান
কারো হৃদয়ে, পাকিস্থান।।