তোমায় নিয়ে লেখা, আমার
যত সব অপ্রকাশিত কবিতা!
যারা, শিশুর কাঁচা ঘুম ভাঙিয়ে
শিখিয়েছে, চিৎকার করে কাঁদতে।
যারা, সময়ে অসময়ে বদনাম কুড়িয়ে
সনেট কিংবা গদ্য কবিতার নাম দিয়েছে।
সেই, যত সব নির্বাসিত কবিতা গুলি
আজ, ছিঁড়ে টুকরো টুকরো করে
ভাসিয়ে দাও কালো মেঘের আকাশে।
উড়ে যাক, দূর থেকে অনেক দূরে,
ঘূর্ণি ঝড়ের দমকা বাতাসে।
যে যার মতো নিজে নিজে
খুঁজে নিক, নিজেদের সমাপ্তির স্থান।
তোমার কল্পনা ঘিরে টুকরো টুকরো কিছু শব্দ!
যারা স্বাধীনতার খোঁজে
উড়ে বেড়ায়, আকাশে বাতাসে হিংস্র জীবনে।
আজ তারা ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলুক নতুন সংগ্রাম।
একঘেয়ে একটানা অক্ষরের কারাগার ভেঙ্গে,
নতুন করে বেঁধে নিক অন্য খেলাঘর।
সেখানে, বেকারত্বে দাড়ি টেনে,
পিরিতার কালো মুখে, কমা দিয়ে
সেমিকোলনে, মোটা মোটা অক্ষরে লিখে দিক
" স্বসন্মানে বাঁচার অধিকার "।
এই যত সব, নির্বাসিত কবিতা !
যেদিন খুঁজে নেবে নিজের খোলা আকাশ,
নিজে নিজে লিখে যাবে কতশত ইতিহাস।
সেদিন, সুখী সমাপ্তির সাথে সাথে
অসমাপ্ত তোমার নিল ক্যানভাস জুড়ে,
অক্ষরে অক্ষরে খেলে বেড়াবে,
তোমার আমার, এক নতুন স্বাধীনতা।