তোকে ভালোবেসে, অন্ধকারে বাড়িয়ে দিলাম হাত,
আমার দু’হাত ভর্তি - কিছু মাংস পিণ্ডের দলা।
এই অপরিচিত প্রেমের খেলায় - আমি,
তোর নষ্ট রাত গুলির সাথে করি - শয়তানি।
এক একটা শয়তানির সাজ - খামে বন্দি করি,
অন্য কোন অপরিচিতাকে আবার খুলে দেখাবো।
যে ঝড়টা সারারাত তছনছ করেছে দু'টো সম্পর্ক,
সেই ঝড় আজ কাঁচের শিশিতে বন্দি।
খুলে দেব, সেই অপরিচিতার জীবন জানালা।
উড়িয়ে নিয়ে যাক তাকে, মেঘের দেশে...
এক মুঠো অমাবস্যা কুড়িয়ে ছিলি তুই,
লুকোতে পরিচয় দিনের উজ্জলতায়,
সেই রাতেই হারিয়ে ছিলি পরিচিতির - পরিণয়।
এখন তোর ঘরে রোজ বসন্তের বাস,
কোকিল, রোজ নতুন নামে ডাকে তোকে।
যেতে চেয়েছিলি সেই কোকিলের ডানা ধরে,
দূর দাম্পত্য, সেই মেঘের দেশে...
মন ময়ূরীর মরীচিকার রূপ দেখতে।
ক্লান্তির কালসিটে চোখে ঝোলা সাইন বোর্ড,
সাদা কালো ঝাপসা দেওয়ালে রঙীন পোস্টার-
"এটা ভদ্রলোকের বাড়ি
এখানে ভদ্রতার পরিচয় দিন"।