শিশির ভেজা ঘাসের ডগায়,
জমে থাকে আমার শান্ত সকাল।
জগাখিচুড়ির ত্রিকোণ বাইপাসে
বত্রিশ পাটি ঢেকে দেয় টুথপেস্ট।
মুখ ভার করে চেয়ে থাকে
বন মানুষের পূর্ব পুরুষ - অন্য একটা দিন।
উড়ে আসে রোগা শালিক...
উড়ে আসে কালো দাঁড়কাক ....
ছুটে চলে শিং ভাঙা ছাগলের দল,
প্লাস্টিক চিবানো গরুর পাল...
কুকুর, বানর, ব্যস্ত ফুটপাত ...
অপেক্ষা, সকালের নাস্তা - আদর্শ হিন্দু হোটেল ?
রাতের বেচে যাওয়া ছেঁড়া রুটি...
এঁটো বাসনে লেগে থাকা বাসি খাওয়ার ।
একের থেকে ছিনিয়ে নিতে চায় অন্য,
ঝাপটে পরে দাঁত বের করা কুকুরটা।
বানর গুলো এক লাফে গাছের ডালে,
উড়ে যায় রোগা শালিক...
উড়ে যায় কালো দাঁড়কাক ...
শিং ভাঙা ছাগলের মুখোমুখি গরুর পাল।
শুধু এক টুকরো ছেঁড়া রুটিতে ...
শান্ত সকালে আমি ছুটে চলি অফিসের রাস্তায়,
মৃত্যু, পরকীয়া হয়ে ওঠে - আদর্শ হিন্দু হোটেলে।