রোগা শালিকের ভেজা পালক!
ওদের কথা শুনতে মানা!
শীত তাপ নিয়ন্ত্রণ, শীতল ঘরে
ওদের কথা বলতে মানা!
বড় বড় - বয়সী চোখে,
ওরা ভিজুক, মাথার ঘামে
করিডোর আর মেকি পরিবর্তন!
ওদের কে আজ দেখতে মানা!
ওরা বাঁচুক ....
ওরা মরুক......
ওরা যাক উচ্ছন্নে।।
চলো, সময়ের অবকাশে
শিশির ভেজা ঘাসের দলে,
বিভোর হয়ে, শিউলি কুড়োই
জগৎ জননীর আশীষ নিয়ে,
শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই।
ওদের কে নয়!
ওরা যাক উচ্ছন্নে।।
ওদের কথা বলতে নেই!
ওদের কথা শুনতে নেই!
ওদের মাথা মুন্ডু নেই!
ওদের কে আজ দেখতে নেই!