আজকাল আর ঘুম আসেনা, এ দু'চোখে
তুই বরং অন্য কোন সময় আসিস, আমার ঘুমে।
প্রাণ ভরে সেসময়, লিখবো কবিতা দুজনে ।।
এখানে ঘুম কেড়েছে, বিরক্তিকর শব্দে।
এখানে স্বপ্নে আসে, বিষাক্ত কালো ধোঁয়া।।
বরং তুই, অন্ধকারে জোনাকির কল্পনায় গিয়ে,
হারিয়ে যাওয়া নিখোঁজ কবিতা খুঁজে,
ছন্দে ছন্দে ভরিয়েদে, ঘাসের মিস্টি হাসি।
ঝরে যাক, গাছ থেকে নতুন ফুল, পাতা, কবিতা।।
যেদিন বিরক্তিকর শব্দে, বিভ্রান্ত হবেনা
কোনো মাতৃগর্ভে শিশু ।
যেদিন বিষাক্ত কালো ধোঁয়ায়,
থমকে যাবেনা গাছের হৃদয় স্পন্দন।
খরস্রোতে মিশে যাবে, শহরের ব্যস্ততা।।
মেঘেদের যাত্রাপথে পাবি, আমার ঘুম সংবাদ।
আসিস, সেসময় আমার স্বপ্নঘুমে।।
অনেক হয়েছে তোর সাথে,
অগভীর রাতে ছিনিমিনি খেলা ।
প্রাণ খুলে দিয়ে যাস, দু'টো শব্দ,
যা দিয়ে লিখবো, নতুন কবিতা।।