একবিংশের মহা মিছিলে,
শুধু তুই একমাত্র, মহাপ্রাণ।
তোর দেখা, ঝুলে থাকা বাদর বাসে,
কনট্রাকটরের সাথে লেনদেন।
তোর দেখা, দূরগামী ট্রেনে,
জেনারেল কম্পার্টমেন্ট, কোন ঠাসা ভিড়ে।
হাসপাতালের বড়সড় লম্বা লাইনে,
তোকে দেখি, মানবিক চেহারায়।
শীতের অনুভবে যখন আমরা শীৎকার দি,
ধোঁয়া উড়নো কফির কাপে।
দূরে কোথাও খোলা ফুটপাতে,
তুই, ছেঁড়া কম্বল ছেঁড়া বস্তায়,
অপেক্ষা করিস, একটু রোদের।
শীততাপ নিয়ন্ত্রণ ঘরে,
টিভির সামনে খবরে চোখ রেখে,
আলোচনার টেবিলে, খুঁজে বেড়াই তোকে।
কোথায় কোথায় যৌন নির্যাতন ঘটলো।
কোথায় কোন চাষি, আত্মহত্যা করলো।
কাঁচের জানালায়, বৃষ্টির ছোঁয়া দেখে,
মনের খুশিতে তোর চোখের জল জমা করে,
সভ্যতার নরক লজ্জা, ধুয়ে ফেলি সেই জলে।
বড়ো বড়ো প্রতিশ্রুতিতে তালি কুড়িয়ে,
ভোট ভিক্ষা, পরিবর্তনের স্লোগানে,
নিজের হিসেবে পৃথিবী গড়ি, নিজের ক'রে।
সেখানে তুই মহাপ্রাণ, জীবনের যুদ্ধে,
ভিড় ঠেলে এগিয়ে যাস, দ্বাবিংশের মহা মিছিলে।