বহু বার নষ্ট করেছি নিজেকে, তোর প্রেমে
যেমন ভাবে নষ্ট হয়ে যায়, একটা আকাশ
মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয়, পাখীর ডানা।
বহু বার নষ্ট হয়েছে,মাঠ ঘাট পুকুরের জল
নষ্ট হয়েছে ,বাড়ি ঘর জনবসতি শান্তির দাবানল।
বহু বার লক্ষ্যে পেয়েছি নিজেকে, তোর হাতে
বহু বার আমি জ্বলেছি, পুড়েছি, হয়েছি ছাই।
নষ্টের অবশিষ্ট খেলায়,রোজ সারা রাত আমি আর তুই?
একটা নতুন অধ্যায়ে যখন, বিশেষ আলোচনায় আমরা
সবাই বলেন সাধু সাধু। সুন্দরের শেষ নেই ।
আমি সেই সুন্দরর্যে আবার নষ্ট হৈ তোর প্রেমে
বার বার তোকে ভালোবেসে, গড়ি বড়ো বড়ো অট্টালিকা
গাছ কেটে আসবাবপত্র দিয়ে সাজিয়ে তুলি তোর শোবার ঘর ।
নষ্টের এই খেলায় ধীরে ধীরে শেষ করি প্রকৃতির বাসর ঘর ।।
এখন যা কিছু আছে সবই নষ্টের ফল, তুই আর আমি
বড়ো বড়ো নষ্ট, খাল-বিলে মাঠ-ঘাটে পুকুর, জলাশয়ে
সব কিছুতে এখন আধুনিকতার ছোঁয়া তোর লোক সজ্জা
আধুনিকতায় হারিয়েছি, আমি আমরা নিজেদের।