কষাইয়ের ধারালো বোটির কোপ,
দেহ থেকে নিপাত গেল মুন্ডুটা।
মৃত্যু যন্ত্রণায় ছটফট দেহ,
হাত ভর্তি নখে, আঁকড়ে ধরে মাটি।
মুঠো হাতে ঠিক যেমন ভাবে
একদিন আকড়ে ছিল শিকার,
শিকারির ছুটে আসা বুলেট।
তবে সেটা কি মৃত্যু যন্ত্রনা?
হয়তো বেঁচে থাকার চেষ্টায়
দম বন্ধ করে, নিয়েছিলো নিশ্বাস।
উপন্যাসের শেষ পাতায়, নির্দিষ্ট সময়ে ...
তারপর,
একটু একটু করে ফুরিয়ে যাওয়া নিঃশ্বাসে,
অসড় দেহে, জড়র সাথে সহবাস ।
নেমে আসে ঘন ঝাপসা অন্ধকার,
চারিদিক থেকে ঘিরে ধরে তীব্র কৃত্রিম আলো।
চোখের কোণ থেকে ঝরে পরে মায়া জল,
এমনি করেই বিদায় হবে প্রতিদিন ....
এবং,
কতগুলো তীক্ষ্ণ চোখ দাড়িপাল্লা ঘিরে,
নিঃপলক দৃষ্টিতে বুঝে নেবে সঠিক ওজন।
যন্ত্রণা গুলো জড়সড় অসহায়, শান্তি ধামে
অসড় দেহের হাড় কঙ্কালে, ফুপিয়ে কাঁদে ।
অন্যদিকে মানুষের ভিড় আড়াল করে,
কালো কাপড়ে ঢেকে, আরো একবার
বেচে'দি তোর মৃত্যু যন্ত্রণা।