জানালার ভেজা কাঁচে কুয়াশার ছাপ!
বাইরে আমগাছ মেঠো পথ পুকুরপাড়,
ঘন কুয়াশাময়! নাকি বিষাক্ত ধোঁয়া?
না! কোনো গন্ধ পাচ্ছিনা ভোরের।
শীতের সকালে, ঠিক এই ভাবে
রোজ খোলা জানালায়, সময় বেসময়ে
মনে অজান্তে এলোমেলো খোলা চুলে
এসে দাড়ায় - আমাদের কথামঞ্জুরী।
চাইলে অন্য কোন পৃথিবী গড়তে পারে,
অসীম সীমানায় উড়তে পারে।
বাঁধা নেই আয়নার ধুলো সরাতে।
তবু অতীতের পাগলামি গুলো বড্ড ভালো লাগে।
মন চায়, বোকামি গুলো আবার করি।
হয়তো তাই, ফিরে আসা এই জানালায়
ভেজা কাঁচ, ফিরে আসে কুয়াশার ছাপ
গুমরে থাকে একটি অজানা গল্প,
ঘন কুয়াশায়, বিষাক্ত ধোঁয়ায় কথামঞ্জুরী।