কিছু স্বপ্ন আর কিছু প্রশ্নের যৌথ সংগঠন,
ঘিরে ধরে আমায় অসহায় ঘরটা।
কে বা কারা, আর কিভাবে? সংলাপে
রাজধানীর রাজপথে দামিনীর শ্লীলতাহানি।
যৌন চাহিদায় দুরন্তপনা ভর্তি বাতাস বাক্সে,
আমার উঠানে, গবাদি পশুর মৃতদেহের খাটাল।
আর স্বপ্নের অঘোর দুগ্ধপোষ্য কাঁচা ঘুমে
সমুদ্রের লবন কুড়িয়ে ভাত মাখা মাখি
আকাশের উচ্চতা, বাড়ায় যন্ত্রণা ।
কাতর অসহায় ঘরে, ঘুমেরা দেয় চোখে গুতা
পাড়া প্রতিবেশীদের স্বপ্নে, তুমি ঘুমের সাথী ।