একটা শহর, সভ্যতার শহর।
বাদশাহদের খুশ মেজাজী ম্যায়ফিলে,
চঞ্চল নৃত্যে, মেসোপটেমিয়া।।
ইতিহাসে পুরোনো পাতায় গন্ধ,
উড়ে বেড়ানো বালু - বাতাসের সঙ্গম।
গোলাপ জলে ভেসে বেড়ায়,
মসুল, বাগদাদ, আল ইরাক।।
একটা শহর, বদনামের শহর।
বাতাসে ভেসে আসা, পচা লাশের গন্ধ।।
শহরের রাস্তায় শিশুর রক্ত ছাপ।
বারুদ মেশানো নিঃশ্বাসে বোমাতঙ্ক।।
আজানের মাইকে বুলেটের শব্দে,
আহত নিহত মিলে মিশে ধর্ম - ধর্মান্তর।।
স্থবিরতা, এক তরফা মহব্বতের ইতিকথা,
ছিঁড়ে যায় ইতিহাস, ছেঁড়া একটা অধ্যায়।।
দ্বিতীয় উপসাগরীয় যে যুদ্ধে,
বদনাম হয়েছে, সভ্যতার শহরটা ।
তার বালুকা, চায় স্থিরতা।।
রক্ত বন্যায় ক্লান্ত বাতাস,
বারুদ নয় আর, নয় বুলেটের হুঙ্কার।
আবার গোলাপ জলে ভাসতে চায়, আল ইরাক।।