ধর্ম আমায় দূর করেছে, তোর থেকে রেজিনা,
আজ রহিম আশিক, আমি ফকীর - দিবানা।
সরকার পাড়ার খড় কুঁড়ো কুড়িয়ে, সরাই যানজট
ঈদের খুশিতে আজ, অপরূপ সেজেছে পথ ঘাট।
তোর সাথে চলে সকল খুশি, দিনহাটার উদ্দেশ্যে
বাই সাইকেল চেপে, নতুন পোশাকের নির্দেশে।
আনতে পারতাম ঈদের খুশি, বামুন হাট থেকে
হাত ভর্তি চুড়ি মালা, রেশমি রুমাল বেঁধে ।
কোচবিহারের জামা মসজিদে, দোয়া সালাম করে
দিতে পারতাম ঈদ মুবারক, হৃদয় স্পন্দন ভরে।
তোর কাছে ধর্ম আগে, ভালবাসা থাক প'রে
তুইও জানিস আল্লাহ্ আমায়, পাঠিয়েছেন হিন্দু ঘরে।