আমি তুই দিবাকর আর বলবীর...
আগস্ট মাসের উষ্ণ গরমে পতাকা হাতে
এক আকাশ ঘেরা হিমালয়ের বুকে...
এখানের সব পাহাড়ের নাম জানা।
সামনে বস্তু পাহাড়ি তো পিছনে চিমা...
গ্রেনেড হিল বা ইন্ডিয়া গেট একটু দূরে
কোন কোন পাহাড় আবার আকাশ পেরিয়ে
নীল গগনের মাঝে নাঙ্গা পর্বত পীর পাঞ্জাল....
আমাদের শান্ত পাহাড়ের নাম আশা হিল
আমি তুই দিবাকর আর বলবীর.....?
এখানেই কতো বার খেলেছি মেঘেদের মাঝে
বরফের সাথে দীপাবলী আর হোলি।
গুলমার্গের গান্ডোলা থেকে শুরু করে
সোনমার্গের বৃহদ দেবদারের সারীর ভাজে
ঝর ঝর করে ঝরতে থাকা শুকনো বরফে
এক এক ফোঁটা জলের অভিমানে ঝরা
ক্লান্ত ঝর্ণায় বয়ে যাওয়া ঝিলম নদী....
কোথাও আবার ছোপ ছোপ জমে থাকা কান্না !
তবে হেলিপেড গ্রাউন্ড এখনও বরফ ঢাকা
এখানেই আজ উত্তোলন হবে জাতীয় পতাকা
থাকবো আমি তুই দিবাকর আর বলবীর।
স্নোবুট স্নোকোর্টে বালক্লেবা মাথায় নিয়ে
ফিরে যেতে অতীতের স্কুল জীবনের এক আগস্টে
যখন তুই ছিলি না। ছিলোনা দিবাকর বলবীর।
এক ঝাঁক অবোধ বালক শূন্য পানে শূন্যে তাকিয়ে
শূন্য আকাশ শূন্য প্যারেড গ্রাউন্ডে জিরো লাইন
শুধু একা একা স্বাধীনতা জ্ঞাপন জীবনে
হিমালয়ের বুকে আমি তুই দিবাকর বলবীর
সবের মাঝে সবাই একা, একা উষ্ণ গরমে।