আমি আর আমার একলা এ মন
উপেক্ষার ক্ষনে ক্ষন - হাজার বারণ।
চায় শুধু হালদারের সেই চাঁদ ছুঁতে,
সর্বাঙ্গে শিহরিত জ্যোছনা পেতে।
জানে, হালদার বাড়ির একটাই ছাদ
একটা আকাশ, একটাই চাঁদ।
জানে, সেই চাঁদ ছোঁয়া যে বারণ
উপেক্ষিত আনমনা, আমার এ খোলা মন।
দূর থেকে দেখলে, নেব চোখ তুলে
ঘোর সন্ধ্যা পায়চারি, পূর্ণিমার কবলে।
দূর, আরো দূরে, বিনিদ্র ছোকরার দল,
হালদার গোষ্ঠি, করে কোলাহল।।
আমি আর আমার একলা এ মন
খুঁজে ফেরে হালদারের, সেই খোলা মন।
হারিয়ে গেছে যেটা শেষ জামানায়
আড়াল আকাশের চার সীমানায়।
এক টুকু উত্তাপ জ্যোছনাময় চাঁদের
টুকরো প্রেমের ছায়া কঠোর এই ছাদের।
পূব থেকে পশ্চিম কিংবা বাজার থেকে ঘর
আনা গোনা প্রতিচ্ছবি আর প্রতিকার।
একটাই চাঁদ আর এত, এত অবকাশ
হালদারের ছোট ছাদে - ব্যস্ত আকাশ।।