বাড়ি ফিরছি এক ঝাঁক রোদ মাথায় নিয়ে,
সঙ্গে কিছু ধূলি কণা ।
শরীরের ঘাম প'রে রইলো রাস্তায়,
জীবনের দামে, সংসারের আবর্জনা ।।
বদলেছে অনেক কিছুই,
যেদিকে দেখি, শুধুই ইটের পাহাড়।
শহর সাজছে দেখ, আজ তোর প্রেমে
রূপসীর রাগে, কানামাছির চোখের বাহার ।।
জীবন গিয়েছে চলে,
কবির কবিতায়, গদ্য ভাঙা লাইনে।
ছন্দে সংকোচ , আজকাল আর করিস না,
স্নেহ মাখা মমতার গল্প, ওসব আর চাসনে।।
চল ভুলে যাই সবকিছু,
তুমি - আমি, আমি - তুমি আর গবেট ভালবাসা।
খালি পেট, ছেঁড়া জিন্স প্যান্ট,
রোজ নামচায়, গিরগিটির করে দেখাশুনা।।