বার্ধক্যের - ত্রিশ চল্লিশ অনুপাতে,
তোর চোখে সম্পূর্ণ, গিন্নি গিন্নি ভাব।
আর সময়ের সাথে চওড়া হতে হতে
কোমরটা, আমারও বত্রিশ থেকে ছত্রিশ।
এই গণিতের দ্বারে, অঙ্ক কষতে কষতে
মূলধন হারিয়ে, ভাগফলে অবশিষ্ট - দূরত্ব।
ফিরে পেতে সেই তোকে, ইতিহাস ঘেঁটে দেখা।
মনে আছে, তোর আমার সহজ পাঠ-কিশলয়!
কতো বৈশাখে হাতে হাত রেখে মেলা ঘোরা,
পূজোর নতুন কাপড়ে হাই হিল জুতো পড়া।
মাধ্যমিকে, টেনশনে রাত ভোর জেগে থাকা,
বদলায়নি কিছুই, শুধু বদলেছে পাঠ্য পুস্তক।
এখন কমিক্সের ব্যঙ্গ শব্দে, ব্যস্ত ঠিকাদার,
ধর্ম কাঁটায়, তুই আমি শব, মাংসের দোকান।
বিনোদনে, তুইও জানিস, জানি আমিও
দূরত্ব - মানুষের মনের, সম্পর্কের, দায়িত্বের।
তাই রোজ কাক ডাকা ভোরে, দূরত্ব বজায় রেখে,
শরীরের মেদ কমাতে, তোর আমার প্রাতঃ ভ্রমণ।