কতো গুলো বোকা মুখ ভীড় করে রাস্তায়,
কতো গুলো বাঁকা মুখে ক্যামেরার সামনে,
তোমার ব্যস্ত মুখে একদিন, আয়নার সামনে।
তোমার হাসিতে লুকিয়ে রাখা বাতাসের শব্দ,
মেঘের গর্জনে চাপা ভাঙ্গা ঘরের স্বপ্ন,
আগুনে পা! পাখির চোখে তারাদের গল্প।
হাঁসের ভেজা পালোকে নির্মল সচ্ছলতা,
রোদের চড়া দামে বিক্রি সোনার বাক্স,
দুপুর সঞ্চয় সীমাহীন ঘুঘু চোখ বিষাক্ত।
গাছের পাতায় পাতায় পতঙ্গের সহবাস,
বোবা আড়াল চোখ কাজল চুরির কৃতদাস,
কঠিন বরফে ঢাকা নোনা স্বাদে দূরদর্শন।