সীমান্তের ও'পার আকাশ দেওয়ালে
আমি দেখেছি সবুজ মেরুন দেশ।
দেখেছি মেঠো পথ, ধানের আল, খরের ছাউনি,
দেখেছি গাছের তলে, টিনে ঢাকা এক কুঁড়ে ঘর, বুঝেছি সেখানেও মানুষ বাস করে
তারাও বাংলা ভাষায় কথা বলে ।
প্রতি দিন যখন সূর্যোদয় হয়
সময়ের ব্যবধান তিরিশ মিনিটে,
বদলে যায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
বদলে যায়, একটা কাটা তারের বেড়া ঘিরে
বুঝিয়ে দেয়, শেকল বন্দী আমরা ভিনদেশী
কাটা তারের জালে ভিন্ন প্রাক্তন ।
সেখানে ধানের খেতে আজো রৌদ্র খেলা করে,
সেখানে মাঝিরা আজো পাল তুলে যায় জলে,
সেখানে সেগুন গাছের ডালে ডালে পাখিদের কলরব ।
যত দুর চোখ যায়,দেখতে পাই,একটা ছোট্ট গ্রাম
নিল আকাশের নিচে, ছোটো ছোটো কুড়ে ঘর
এঁকে বেঁকে নদীতে মিশেছে মেঠো পথ।
কাঁটা তারের এপার থেকে অনেক কিছুই ধূসর
তবুও দেখতে থাকি, তোমার সবুজ মেরুন দেশ
কাঁটাতারের ফাঁকে ফাঁকে দেখি মিত্রতার ফিসফাস
আরো দেখার চেষ্টা করি,বার বার তোমার দেশ।
ভিন্নতা খুঁজে বের করতে চাই একটা
নিরুপায় দুচোখ,মনে হয় দুই বাংলা এক।