দু'চোখ খোলা থাকলেও,
দু'চোখে ভরা অন্ধকারের আবরণ।
মনের অধিক সর্বদা দেহের যাপন।।
সহস্র বছর পর ঘুম ভেঙে,
শতাব্দীর সেই পুরোনো মুখশ্রী
উঁচু উঁচু ফ্ল্যাটে, বদহজম মেজাজে।
আজ সে নতুন মুখে আয়নার সামনে।।
বুকের খাঁজ আর খোঁজে না আদরে হাত।
কালো ফাটা ঠোঁটে ভেসলিন, লিপস্টিক।।
বড়ো বড়ো শপিং মলের ডিস্কাউন্টে,
প্রতিবাদ এড়িয়ে জিভ দিয়ে ঢাকে ক্ষতের চিহ্ন।।
যে ওয়াচমেন একি ইউনিফর্মে কাটালো,
নারী দিবস থেকে শিশু দিবস....
ইত্যাদি ইত্যাদি মিলেমিশে শরীরের রক্ত,
বিষাক্ত হবার তাড়নায় এগিয়ে আসে ।
স্পেশাল চাইল্ডের হাতে তুলে দেয় উপহার,
সেই সহস্র বছরের ঘুম পাড়ানি উইল চেয়ার।
দু'চোখ খোলা থাকলেও,
দু'চোখে ভরা অন্ধকারের আবরণ।
মনের অধিক সর্বদা দেহের যাপন।।