তোর একটা চৌকো পৃথিবী ছিল,
ছিল, নীল আকাশ, সবুজ বারান্দা
অচৈতন্য শরীর, সেরিব্রাল বা অটিজম ঘরে
দিন রাত, চাবি ঘোরানো খেলনায়
দিবস রজনী, তোর সাথি অমসৃণ বিছানা।
ঘুমহীন পিট পিট পেঁচার চোখ,
একটা ছবি আঁকে জলের গভীরে,
একটা ছবি আঁকে আকাশের মহাশূন্যে,
কাঁচ আবদ্ধ ফ্রেমে - ঘর ভর্তি ছবি,
কিছু ক্ষত ডেকে আনে, চৌকো পৃথিবীতে।
জলের গভীরে তলিয়ে যায় - সেরিব্রাল,
মহাশূন্যে মুছে যায় - অটিজম,
অচৈতন্য দেহ, ঘর করে মুক্তিধামে।
ঘুম হীন পিট পিট পেঁচার চোখ,
চির ঘুমে, অফুরান শান্তির দেশে।