আজ আমি আবার শোব,
তোর পাশে, এক সাথে
এক বিছানায়, তোর কবরে।
শুয়ে শুয়ে হারিয়ে যাব,
মৃত্যুর প'রে ঐ অজানার দেশে।
সেখানে, অনেক গল্পের মাঝে,
আমরা ছুয়ে দেখবো ভাগীরথীর জল,
মৃদু ঠান্ডা বাতাস, স্পর্শ ক'রে
মৃত্যুর অনুভুতি থেকে জেগে,
জোরে জোরে করতালী দেবো।
মেতে উঠবো পৃথিবীর জন জোয়ারে,
সারা শরীরে মাটি মেখে,
আবার নতুন করে জন্ম নেব।
সেদিন তুই হ'বি বাবা,
আর আমি তোর সন্তান।
তাই, আজ আবার এসেছি তোর কবরে,
আবার শোবো এক সাথে,
এক বিছানায়, চিতার ঠিকানায়।