আমি তোর মতো ক'রে হাসতে চাই,
চাই দু’হাত তুলে উল্লাস ক'রে মন খুলে হাসতে,
শিখিয়ে দিবি তুই? কেমন করে হাসা যায়!
আমি তোর মতো ক'রে কাঁদতে চাই,
চাই দু'চোখ দিয়ে বিদায় দিতে, তোকে
শিখিয়ে দিবি? কেমন করে চিৎকার করে
তোকে হারানোর সব যন্ত্রণা ভুলে যাওয়া যায়!
তুই সুন্দর অভিমান করতে জানিস।
জানিস, অভিমান ক'রে মুখ ঘুরিয়ে
একাকী মনে হৃদয়ের কোনে লুকিয়ে থাকতে।
আমাকেও শিখিয়ে দে? অভিমানের গান
আমিও অভিমান ক'রে দেখবো না আর তোকে।
মুখ ঘুরিয়ে লুকিয়ে থাকবো একাকী জীবনে
হারিয়ে যাব নিজের ভুলিতে তোকে ভুলে।
দুঃখ ভোলাতে যেমন ভাবে হাসিস।
যন্ত্রনা ভোলাতে যেমন ক'রে হাসিস।।
সেই হাসিতেই ভুলতে চাই তোকে।
শিখিয়ে দে আমায়? তোর মতো করে মরতে!
বেঁচে থাকার তাগিদে অনেক করেছি অভিনয়।
এবার দু'চোখ বুঝে দিতে চাই তোকে বিদায়।।
শিখিয়ে দে আমায়! কেমন করে থাকা যায় চিরঘুমে।