পাখিদের উড়তে দেখে
এ মনের ইচ্ছে হল
নীল আকাশে ওড়বো।
অনেক উঁচু থেকে
তোমার সুখের সংসার দেখবো।
মেঘেদের সাথে আড়ি করে
বৃষ্টি হয়ে নামব
তোমার ফুলের বাগানে
যত শুকনো সম্পর্ক আছে
এই শ্রাবণে সতেজ করব
যে দিন পাখনা পেয়ে উড়ি
বায়ু দূষণে সবাই ব্যস্ত
রেসারেসির পৃথিবীতে
মুখোশ পরা হিংস্র মানব
সৌন্দর্য শুধু আয়নার সামনে।