আমার ইচ্ছা গুলো সব,
বেচে দিয়েছি তোর হাতে।
তোর ইচ্ছায় বাংলা গড়ব,
বিরোধী পক্ষের রক্তপাতে।।
তুই বললেই, সুন্দর বলব তোরটাকে।
তুই বললেই, কুৎসিত আমি ঝগড়াটে।।
যতটুকু সাহস জমিয়ে ছিলাম,
একটু একটু চৌত্রিশ সালে।
সব খুয়িয়ে আড়াই চালে ঘোড়ার বেড়ে
একহতে তোর মতে মহাজোটে।।
তুই চাইলেই, নতুন খিস্তি দিতে জানি।
তুই চাইলেই, বুদ্ধিজীবী জ্ঞানী আমি।।
তোর ইশারায় ভীড় গুলো সব গুঁড়িয়ে দেব,
তোর ইশারায় তিন'শ ওঠবস করিয়ে নেব।
তোর খুশিতে খালি পেটে হাসতে জানি,
তোর খুশিতেই কানামাছি খেলতে জানি।।