একটা বোকা ছেলে।
কারণে অকারণে, আঁচলে মুখ ঢেকে
হেসে উঠত নির্ভীক সাহসে।
হা হা, হো হো, হৈ উল্লাস,
বোকা ছেলের চিৎকারে, প্রতিবাদ
রোজকারের গিট বাঁধা আঁচল।
মলিন হাসি আর ধুলোর অবক্ষয়ে,
বাতাসে যখন পর্যটকের ভিড়,
প্রাচীন দূর্গে খুঁজে নিত, লুকিয়ে রাখা হাসি।
জীর্ণ দূর্গের ইতিহাসে ,শাহজাহান না ঔরঙ্গজেব?
নিস্তব্ধতার বেরা ভাঙা, করুন আবদারে
চেনা জানা গাড়ীর তীব্র আওয়াজে,
হারিয়ে যেত নকল ইতিহাস, প্রাচীন দূর্গ।
বোকা ছেলেটা এখনো হাসে।
এখনো রোজ হাসি খোঁজে,
বন্দী কাঁচের ফ্রেমে, দেওয়ালের চোখে।
জীর্ণ দূর্গে, মুছে ফেলা ইতিহাসে।