তোকে কেউ কোন দিনও ভালোবাসবে না।
বলি, ভালো টা বাসবেই বা কি কারনে?
প'ড়ে থাকিস তো নোংরা ড্রেনের পাশে
যৌবনের আবর্জনা মেখে কুৎসিত মুখে।
ভালবাসা পেতে গেলে সুন্দর রূপ লাগে
লাগে, সুগঠণ চেহারা একটু নায়কের মতন।
তোকে ভালোবাসা? ছাই যত সব
সারা দিন ডাস্টবিনে খাবার খুঁজিস,
নোংরা ছেঁড়া জামা কাপড়ে ঘুরিস ফিরিস ।
আমার দিকে কি দেখছিস?
ভাবিস না,দুটো খেতে দিয়েছি মানে ভালবাসি।
ভালবাসা এখন নিরুপায়,অসহায়
ইঁদুরের গর্তে সাপ লুকায়।