বেঁচে থাক তুই কোন মতে
আমার, শিরা উপশিরা ধমনী নিয়ে ।
বেঁচে থাক তুই কোন মতে
আমার, আড়ষ্ট জড়ানো নিঃশ্বাস নিয়ে।
যা কিছু স্বপ্ন, দেখে ছিলো দুটি চোখ
সময়ে সময়ে জেগে ওঠে হৃৎপিন্ড
চিতার আগুনে, জ্বলে পুড়ে এক হৌক।।
রাতের পর রাত জেগে
পেঁচাদের খোলা চোখে
অনেক হয়েছে, আকাশে তারা গোনা।
বানরের হাঁড়গজা শরীরে
হৃৎপিন্ডে মৃদু কম্পন
অনেক হয়েছে, স্বপ্নের জাল বোনা।
লাশ কাটা ঘর ছেড়ে
আজ তুই শান্তির যাত্রী ।
চন্দন তুলসী গঙ্গার জলে .....
শোভনে শকুন, আমার মুখাগ্নি ।
জ্বলবে চিতার কাঠ
পুড়বে চির কালের স্বপ্ন
দু'টি চোখ আর হৃৎপিন্ড
রেখে যা আরো কিছু ছাইভস্ম।
বেঁচে থাক তুই কোন মতে
বেঁচে থাক তুই, আমার সংঘাতে ।