এক টুকরো রোদ চেয়েছিলাম,
তুই দিলি বৃষ্টি ভেজা দুপুর।
আড়ষ্ট ঠোঁটে , কাঁপা কাঁপা গলায়
চেয়েছিলাম, নিতে তোমার নাম ।
চিৎকার করে জানতে চেয়েছি- ভালবাসিস ?
তুই - বদনামের ভাগীদার হবি কেন?
নিজের কাছেই থাক ।তোর আর কি দোষ।
এটা ভালোবাসা? নাকি অভিনয়!
সে দিন তুই খুব কেঁদেছিলি, যখন বৃষ্টি থামল
দেখি সব সৃতি, ধুয়ে কুড়িটা বছর পার ।
শুধু আড়ষ্ট ঠোঁটে, তৃষ্ণার্তের্ আকুলতা
ভিজছে হাজারটা দুপুর, বৃষ্টি ভাঙা হৃদয়ে
পিপাসু কন্ঠে বার বার নিতে চেয়ে কারো নাম,
ভয় লাগে । আজ কি আবার তুই বদনাম হবি ?
আকাশে মেঘ ঘনিয়ে নেমে আসে আমার বারান্দায়
যারা কুড়ি বছর ধরে ভিজেছে তৃষ্ণার্ত দুপুরে
তাদের মাঝে কেউ আবার মেঘ বালিকা নিয়ে
বসেছে, আজ কবিতা লিখতে
আমার নাম নিয়ে গাঢ় অন্ধকার মেঘ হাতে
নতুন করে তোর নামে বদনাম হতে।