নোংরা ছেঁড়া ধূসর বসনে, তুমি
আঁষ্টে গন্ধ মেখে, এসেছিলে ভালবাসতে।
হাতে এলোমুনিয়ামের বাঁকানো পাত্র
কোলে ছোট একটা শিশু সন্তান। না ঐটা
তোমার না হলেও, পরিবেশ তৈরিতে প্রয়োজনীয়
বাবু কিছু পয়সা দিন না? বাচ্চাটা দু দিন
ধরে ভুখা। আমি একবার তোমায়, একবার
বাচ্চাটাকে দেখি, মাচায় ঘুরতে - ক্লান্তি হারিয়ে
কারো করুন দৃষ্টিতে, আবার কখনও কখনও
ব্যঙ্গ্যার্থ শব্দে ব্যবসায়ী হিসেবে ভালবাসার।
মন্দির - মসজিদ - গির্জা পেরিয়ে বাসস্ট্যান্ডে
রেল প্ল্যাটফর্মে শুধু নাম বদলে
গায়ের সেই আঁষ্টে দুর্গন্ধে মিশে ফিরে
বাবু দু'ঠো প্যায়সা দিজিয়ে না
আপকো লাখ লাখ দুয়া মিলেগা।