যৌথজীবনে আবহাওয়ার পূর্বাভাষ -
মেজাজটা পরিস্কার থাকলেও
বাসী উঠানটা কেউই ঝাড় দেয়না।
সাজিয়ে রাখা বাগানটাও এলোমেলো
অগোছালো ঘরের মেঝেটা
আনাচে কানাচেতে স্যাঁতসেঁতে ।
তোমার অশ্রুজল, ঝর্নার স্রোতে
ভিজছে আকাশ, ভিজছে বারান্দা
ঝিরঝির, ঝুমঝুম আর্তনাদ।
যে ভালোবেসেছিল একদিন, আজ ভিনদেশী
অভিশপ্তের ব্যস্ত দিনটায়
ভিজছে তোমার যাত্রী সহবাস।