তোমার গহ্বরে যে জন্ম নিল,
নাম হীন, গোত্র হীন, ঠিকানা হীন
একটা অঙ্কুরিত বীজ, আজ তার
সালকসংশ্লেষে বেড়ে ওঠার দিন।
আজ, প্রথম পরিচয় পৃথিবীর বুকে,
সব কিছুই নতুন আর অজানা তার কাছে,
ওকে একটু কোমলতা ভরা ভালবাসা দিও।

হয়তো আগামীতে ও বড় বৃক্ষ হবে,
ফুল কিংবা ফল না দিলেও
কোনো ক্লান্ত পথিককে ছায়া দেবে।
তোমরা তো জানোই,
গভীর নিঃশ্বাসের অন্ধকারে ছিল ওর বাস।
নরম মাটি আর গরম গন্ধ,
আর কিছুই, পরিচিত ছিল না সে।
সে জানেনা প্রকৃতির কুঠারাঘাত ।
তাকে, তোমরা চিনিও পাখীর গান,
কোয়েলের কেমন ডাকে । কিংবা
কাঠঠোকরা, কিভাবে বাসা বাঁধে।
আরো, আরো অনেক কিছু।

আজ, প্রথম আলোর পরশ পেলো সে,
বাতাসের স্পর্শটাও প্রথম।
মানব জাতির কুচকাওয়াজ?
একদমই নতুন অনুভূতি।
এখন ও খুবই ভিত।
ওকে বড়ো হতে দাও,
এখন ওর বুকে বড় হওয়ার স্বপ্ন।
একটা মস্ত বড় বৃক্ষ হওয়ায় স্বপ্ন।

২৮৷১৷২০১৭