তোর বন্ধুত্বের রঙ, লাল
আমারটা - ফ্যাকাশে।
ফ্যাকাশেই থাক!
তোর বন্ধুত্বে, বারুদের গন্ধ
আমার? অপুষ্টিকর - আঁচড় ।
''আঁচড়''- সারা দেহটি।

অপঘ মহাসমাবেশ,
যৌনতার গোপন ঘর।
তুই চাস, অন্ধকারের বাসনা।
তোর বন্ধুত্ব, পেয়ালা-পিরিচ
আমি, নাবিক - নক্ষত্রের।

গনতান্ত্রিক পরিকাঠামোগত
নগদহীন, রাজনৈতিক ভালবাসা
তোর অশ্লীলতা- নিষ্ঠুর সহবাস।
তোর বন্ধু্ত্ব, গোলা-বারুদে।
আমি,  বিধর্মী আকাশে-বাতাসে।

ট্রিগারে, বারুদের গন্ধ
লক্ষ্য ভ্রষ্ট - দাবানল।
তোর বন্ধুত্ব, আঙুলে - আঙুলে।
জঙ্গল মহল - লাল মাটির দেশ,
তোর বন্ধুত্ব - লাল সেলাম
আমার, অপুষ্টিকর ফ্যাকাশে "আঁচড়"।