কিছু যাযাবর পাখির রঙ মেখে উড়ে যাওয়া
একটা খোলা আকাশে দেশের পর দেশে
থর মরুর বালির হলুদ আবির পেরিয়ে ....
হিমালয় উপত্যকার বরফে চাদর মুড়ে....
উত্তর পূর্বের ঘন জঙ্গলে ধোঁয়া উড়িয়ে .....
আমি তুই দিবাকর আর বলরীর......
এক একটা নতুন হোলির দিনে....
তিন টি রঙের আবীর মেখে।
একটা হোলি কেটেছিল যোদপুরের ঘন্টাঘরে
রঙ্গিলো মারো ঢোলনা - গানের তালে তালে ।
একটা হোলি আবার বারামুল্লার সিংপুরায় ।
যাযাবর পাখি তাই উড়তে নেই মানা
উড়তে উড়তে আবার নতুন জায়গা নতুন পরিবেশে
এক নতুন হোলির রঙে উত্তর পূর্বের জঙ্গলে
আমি তুই দিবাকর আর বলবীর.......
গেরুয়া সাদা সবুজ ... আবীর নিয়ে
যাযাবর পাখি তাই নেই বাসা কোনো ডালেই
তবু মনের ভেতর একটা উষ্ণ পরশ আবীরের
কমলা সাদা সবুজ রঙ ঘিরে ডাক দেয় কেউ বার বার
অসীম আকাশ তাই ওড়ার নেই সীমানা ....
আই ফিরে আই চল এবার কোনো ডালে ঘর বাঁধি
যাযাবর জীবন পেরিয়ে আরো কটা রঙ মাখি
লাল কালো নীল বেগুনী ..... আবীরে
সোহাগীর সাথে বসন্ত উৎসব রঙীন করি