আমি তুই দিবাকর আর বলবীর....
আমাদের তৃতীয় অধ্যায় ডেজার্ট রেঞ্জে
চ্যানারাম জী কি ঢানীর দুধ আর ছাঁচে।
উতপ্ত জুলাইয়ের দুপুর হরিণের মাঝে
তপ্ত পাথরে পাহাড় ঘেরা শুকনো শহরে
কখনো কাটে মেঘ গর্জন ময়ূরের নাচে
কালুভাই খাঁড়াডে হিরারাম বিশনোয়ী... ।
বান্ডির মতো এঁকে বেঁকে ছুটে চলে মরীচিকা
নাগোরীবেরা বালসামন্ত লেক মন্ডোর গার্ডেন
কর্মক্ষেত্র বাঙালি মারাঠি গুজরাতী কাশ্মীরি
আমি তুই দিবাকর আর বলবীর.....
একাত্তরের যুদ্ধে মুছে যাওয়া ধ্বংস স্তুপ
লোহায় মোরা শত্রুর টেঙ্ক ডেজার্ট পাহারে
কঠোর রোদ বৃষ্টি ধূলোয় দিন গুনে একভাবে।
যারা যুদ্ধে ইতিহাস অস্পষ্ট অক্ষরে লেখা নাম
আমি তুই দিবাকর আর বলবীর.....
জঙ্গল ট্রেনিংএ ক্যাঁকটাস খিপ স্যান্ড ডিউনে
আস্তানা আমাদের ডেলটা কোম্পানির প্লাটুনে
চেস্ট নাম্বার গুলো ঝোলা তারে খেলা ঘরে
নশো বত্রিশ তেত্রিশ কখনো বদলে গিয়ে
নশো আট কিংবা নশো এগারো ......
রুটিনের দৌড়ে মগ ভর্তি চা পানের ছলে।
সামনে টার্গেট ফিগার ইলেভেন নিউড স্টাইক
ট্রিগারের স্পর্শে ছুটে যায় বুলেট লক্ষ্য ভেদে
ক্ষত বিক্ষত কাগজ টিন বাঁশ নিয়ে বয়ে চলে
আমি তুই দিবাকর আর বলবীর .......