আমি, আমার আমিত্বে ডুবে,
আমি শুধু আমারটাই ভালো বুঝি।
আমার বাড়ি, আমার ছেলে,
আমার শরীর, আমার কঙ্কাল?
আমি,"আমার"বোঝা মাথায় নিয়ে
ঘুরপাক খাই, চক্র রেলে কখনো মেট্রোয় ।
আমি আমার অস্তিত্ব বজায় রাখতে
মাঝরাতে, রোজ তোকে ধর্ষণ করি।
সাম্প্রদায়িক উস্কানিতে মাথা খেয়ে
শরীরের রক্ত নিয়ে হোলি খেলি।
তুই বাঁচলি, কি মরলি, দেখার দরকার নেই
আমি আমার নেশায় রাত ভোর এক করি।
যারা সাথে চলতে জানে, জীবন প্রাণে
তাদের কাঁধে বন্দুক রেখে ফায়ার করি।
আমি আমার পছন্দের গান গাই ,
আমাকে আমার মতো থাকতে দাও ...
আমি সেই শরীরটির যত্ম করি
যা কাল পচে দুর্গন্ধে মিশে যাবে ।
জানি মুঠো বন্ধ খালি হাতে যেতে হবে
চার জন সঙ্গির কাঁধে ভর করে
তবুও যতটা বোঝা ওঠাতে পারি
তার একশ গুন বেশীতে নিজেকে দেখি।
যা কিছু ছিনিয়ে নিতে পারার
একত্রিত করি শরীরের শিরায় শিরায়
কারন, আমি শুধু আমারটা বুঝি,
যেটা আমার নয় সেটাও আমাতে থাক ।
আমার বোঝায় যদি দম বন্ধ হয়, হোক
এই একশ কোটি যোনিতে আমিই সব।