তোর অন্ধকার ময় শহরে,
আমার শততম কবিতার জন্ম।
ব্ল্যাক আউটের করিডোরে - ফিনিক্স!
ঘুরে বেড়ায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক,
অন্ধকার ময় শহর, বারুদের গন্ধে ঢাকা
অর্বাচীন মুখ গুলো ছুটে চলে,
বুটের শব্দে, ভীতু কাতর কবিতা...
তোর অন্ধকার ময় শহরে,
আমার শত তম কবিতার পথ চলা।
সঙ্গিনের শুকনো রক্তে, গড়ে তোলা অট্টালিকা
নিভে যাওয়া লাল হলুদ আলোক পেরিয়ে
ছুটে চলে কনভয়, পতাকা উড়িয়ে
ফ্ল্যাগ মার্চে, ভয় ভয় শিরোনাম....
তোর অন্ধকার ময় শহরে,
আমার শত তম কবিতার মরণ ফাঁদ।
দ্রুত গতিতে ছুটে আসে - বুলেট,
যারা বেঁচে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে,
ছিন্নভিন্ন করে তাদের জ্যাকেট,
বিন্দু বিন্দু, শেষ গোধূলির আলোয়,
মিশে যায় আমার অন্ধকার ময় শহরে।