নবান্নের ঘড়িতে সবে মাত্র সাতটা।
এখুনি এইসব ব্যপার নিয়ে,
মাথা ঘামানোর প্রয়োজন আছে কি?
সামান্য একটা ছোট্ট ব্যপার!
কাঁচের গ্লাসটি কে ভেঙেছে?
আরে, রান্নাঘরে তো অনেক বাসনই থাকে,
আর, একসাথে বাসন থাকলে
একটু আধটু প'রবেও, ভাঙবেও।
তাই বলে, এই সাত সকালে
এই ভাবে রাজনীতি করবেন?
যতসব। ডিসকাস্টিং...
কার হাত কাটলো?
কার পায়ে, কাঁচ ফুটলো?
আমি এসবের পরোয়া করিনা।
শীতকালীন অধিবেশনে, বিক্ষোভ দেখাবেন?
জেনে রাখুন, এই শীতের সকালে
ঠান্ডা হাতে বাসন গোছানো, বড় দায়।
তার ওপর আপনাদের নাস্তা - পানি?
আপনাদের ভালবাসার সব ডিশ,
ঠিক সময় মতো পেয়ে যাবেন।
আর যদি বিক্ষোভ দেখাতে চান,
মহাকরণে যান, নবান্নে নয়
এটা আমার রান্নাঘর, সংসদ ভবন নয়।
এখানে অযথা ভিড় করবেন না।
যতসব। ডিসকাস্টিং....