আমার প্রিয়তমা!

হ্যাঁ, আমি তার কথা বলছি
যাকে তুমি ঘৃণা করো।
তোমার ঘৃণা - আগ্নেয় গিরির লাভার মতো।
তোমার ঘৃণা - রঙ বদলানো গিরগিটির মতো।
তোমার ঘৃণায় সকাল সন্ধ্যা,
বাড়ির বাইরে দাড়িয়ে থাকে উঠান।
জীর্ণ শরীরে ক্ষুধার যন্ত্রণা
জড়িয়ে ধরে মৃত্যুর বাগিচা,
বিষ দাঁতে চুম্বনে আলিঙ্গন ধংস স্তূপ।

আমার প্রিয়তমা!

তোমরা খুঁজে দেখো, দেখবে
স্টেশনে ভিক্ষা করতে,
বৃদ্ধাশ্রমে মৃত্যুর দিন গুনতে,
কিংবা অসহায় অক্ষম ব্যক্তিত্বে।
চাইলে তোমরাও ভালোবাসতে পারো।
জড়িয়ে ধরে বলতে পারো-
"তুমি অক্ষম অসহায় দরিদ্র নয়,
আমরাও তোমাকে ভালোবাসি।
তুমিও এ পৃথিবীর একজন" ।