চেয়ে ছিলাম, ঝাউ গাছের সারিতে
একটা পুষ্ট ঝাউ চারা লাগাতে।
ঝরে যাওয়া ছেঁড়া পাতা গুলো,
সেলাই করে, যুক্ত বন্ধনে আটকে রাখতে।
চেয়ে ছিলাম, বিশ্বাসের বাগানে
রাশি রাশি ফুল ফোটাতে।
জলা জমির শেওলা, কচুরিপানা সরিয়ে
ভাই - ভাইয়ের, বিভেদ দূর করে,
কোমলতা পূর্ণ, যৌথ বাগান গড়তে।
শেওলা ভর্তি, পুকুরের সবুজ জল,
চুন ঢেলে, আবর্জনা দূর ক'রে।
স্বচ্ছতার দামে, বিদ্বেষ ভুলে যেতে,
ঝাউ বন সাজে, ঝাউ গাছের সারিতে।
একা তাল গাছ, পুকুরের ধারে
শান্ত বোবা মনের, নিশ্চুপ দর্শক,
এক হাড়ি কড়াই নিয়ে দিন কাটে।
চাই একটা সুন্দর যৌথ ঝাউ বন,
একই সারিতে, লাইনের পর লাইন
শৃঙ্খলাবদ্ধ ভাবে তোদের কাছে পেতে।