আশা লতার কাজলা চোখ, ছানি পড়া,
তিন তিনটে অপারেশনে মেটেনি ব্যথা,
ঝাপসা সেই একাত্তরের স্মৃতি, আজো কাঁদায়।
নিজ ভূমি, নিজ বাসা, আত্মীয় স্বজন
সব ছেড়ে সে দিন উদ্বাস্তু শিবিরে,
সহিংসতার আক্রান্তে, ছেড়ে দেশের মাটি,
এক অচেনা অজানা গ্রাম শিবিরে।
ভয় - ভীতিকর পরিবেশ থেকে দূরে,
হাতে নিয়ে, অভিবাসীর ঠিকানা...
অস্থায়ী ভাবে পেয়ে ছিল আশ্রয় যেখানে
আজ সে আর শরণার্থী নয়।
অভিবাসী হলেও, এটাই তার দেশ,
তবুও কানে আসে রোহিঙ্গাদের ব্যথা,
ঘুমানো ক্ষতটা আবার জেগে ওঠে।
যে মাটি ছেড়ে যেতে হয়েছে, এক দিন
আজ সেখানেই আশ্রয়, রোহিঙ্গা শরণার্থী।
ছানি পড়া চোখে সব কিছু অস্পষ্ট,
তিন তিনটে অপারেশনে মেটেনি ব্যথা।
মন তাই জানতে চায়, লেবানন সুদান লিবিয়া
আর, আর কোথায় চলবে এই শরণাপন্ন শুমারি।