ব্যস্ত এই নগরে তোমাকে খূঁজে খুঁজে হই সারা,
আর কতো আড়ালে থাকবে তুমি বলো দিব্যচারী,
কুমারি প্রহর কবিতার কাছে নতজানু দিশেহারা,
আর পারি না-সহ্য হয় না সুন্দরী এতো বাড়াবাড়ি।
বুকে আগুন সমূদ্র-দাউ দাউ দহনজ্বালা চিরন্তন,
বিম্বিষার দ্যাশে নির্বাসনে যাবো যদি তুমি বলো,
আয়ুর্বেদিক এই কাক প্রহরে চুমে ঘুমের স্তন
ভাঙ্গা পথের রাঙ্গা ধূলায় মিশবে তুমিও চলো।