তুমি আর কতটুকু কবিতা জানো
এই বিদগ্ধ হৃদয়ের কবিতা যতবার লিখেছি
ভাইরাল সংক্রমনে হারিয়েছি নিজের সব।
কবিতার যোনীপথে নেমে আসা অন্ধকার
দু হাতে সরিয়ে এখন আমি ক্লান্ত-হতবিহ্বল
বড় পীড়াদায়ক আমার এই সংক্রমিত জীবন।
বারবার ভালোবাসার সুনামি আমায়
ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যায়
আমিও ভাঙ্গতে থাকি ক্রমাগত।
আমার ভাঙ্গা গড়ার কবিতা তুমি পড়ো না
আর হয়তো ভাঙ্গতে ভাঙ্গতেই
একদিন বিলিন হবো কবিতার বিরান মাঠে।