এই নগরে আমার কাক হতে ভাল লাগে
কাক আছে বলেই কবিদের সকলে সমীহ করে
কাকের মতো মর্মভেদী কবির কাছে
এই নগরের দায়িত্ব ছেড়ে দিয়ে শান্তিতে ঘুমায় মানুষ।
কাকের কাছে থেকেই আমি শিখছি
কি করে এক ডাকে একত্র হওয়া যায়
কাকেরা কবিদের মতন দলে বিভক্ত নন
কাক কখনোই বক্তা হবার ভান করে না
অপরের গায়ে নয় নিজের গায়ে তৈল দিতে অভ্যস্ত
তাই তেল চকচকে থাকে সারাক্ষণ
কবিদের মতন উসকু খুসকু নহে।
জাত কবি আর কাক আলাদা করা বড়ো কষ্টকর
দুজনেরই দায়িত্ব এই পৃথিবীর জঞ্জাল দূরকরন
ক্রমাগত প্রচেষ্টায় তারা লিখে যায় ব্যতিক্রমী সমীকরণ।
বিগত কয়েকদিন যাবত কাকের রচনা পড়ছি
কে যেন এক কাককে গুলি করে দিলো
দুঃখের ব্যাপার কাকটা আহত হলো
অমনি হাজার কাক একযোগে প্রতিবাদ শুরু করে দিলো
আকাশ কালো মেঘের মতো ছেঁয়ে যেতে লাগলো
কেউ তার ভাষা না বুঝলেও বুঝা গেলো
মানুষ এক না থাকলেও কাকেরা এক থাকে
একত্র হবার কারনে কাকেদের রাজত্ব সারা পৃথিবী জুড়ে।
অকারণে কবিদের দেশত্যাগী হতে হয়
কেউ কবিদের জন্য প্রতিবাদ করে না
কবিদের কুপিয়ে ফালা ফালা করে দিলেও কবিরা নির্বিকার থাকে
কোন এক মহলের প্ররোচনায় কবিরা বোবা হয়ে যায়
কলমী হাত আড়ষ্ট হয়ে যায়
কবিরা বোকার মতন কেবল চেয়ে চেয়ে দ্যাখে
কণ্ঠরুদ্ধ কবিরা বানিজ্যিক পুতুল যেন এই নগরে।
ওহে কাক কা কা রবে জাগিয়ে তোল কবিচিত্ত
মাঝে মাঝে দু একজন আহত নিহত হয়ে
বুঝিয়ে দিয়ো তোমরা কতটা ব্যাতিক্রম
আর তোমাদের কাকধর্মের যুগোত্তীর্ণ কৃষ্ণরাজত্বে আমাকেও নিয়ো।